English

26 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫
- Advertisement -

গৌরির সঙ্গে প্রেম, স্বীকার করলেন আমির

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ২০২১ সালে দ্বিতীয় সংসারের ইতি টানেন। তারপর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। এজন্য দ্বিতীয় সংসার ভেঙেছে তার। এরপর আমির-সানার বিষয়টি চাপা পড়ে যায়।

কিছুদিন আগে গুঞ্জন চাউর হয়, বেঙ্গালুরুর এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান। এ নিয়ে চর্চা শুরু হলেও নীরব ছিলেন ‘দঙ্গল’ তারকা। অবশেষে নতুন প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন তিনি।

আজ (১৪ মার্চ) আমির খান ষাট বছর পূর্ণ করলেন। তার আগে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেমিকাকে পরিচয় করালেন আমির খান। এ অভিনেতা জানান, তার প্রেমিকার নাম গৌরি। তার ছবি প্রকাশ না করার জন্য সাংবাদিকদের বিশেষভাবে অনুরোধ জানান আমির। সম্প্রতি তাদের সম্পর্ককে নতুন স্তরে নিয়ে গেছেন তারা।

এর আগে একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছিলেন, “আমিরের রহস্যময়ী সঙ্গী বেঙ্গালুরু থেকে এসেছেন। তাদের গোপনীয়তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ করা উচিত নয়। সম্প্রতি আমির তার পুরো পরিবারের সঙ্গে রহস্যময়ী নারীকে পরিচয় করিয়ে দিয়েছেন। তাদের পরিচয় পর্বটি খুব ভালোভাবে হয়েছে।”

নতুন প্রেমিকা গৌরি সম্পর্কে বিশদ জানাননি আমির খান। তবে এতটুকু জানা গেছে, বলিউডের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার।

ব্যক্তিগত জীবনে ভালোবেসে অভিনেত্রী রিনা দত্তর সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন আমির খান। ১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনায়েদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার শুটিং সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। এ সংসারে আজাদ রাও খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন