নাসিম রুমি: ভারতীয় বাংলা সিনেমার নায়ক জিৎ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে অর্জুন চরিত্রে অভিনয় করেছেন জিৎ। বরাবরের মতো এতে মারকাটারি অ্যাকশন লুকে দেখা যাবে তাকে। কয়েক দিন পরই মুক্তি পাবে এটি।
ওয়েব সিরিজের মুক্তি উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জিৎ। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, অনেকে মনে করেন সিনেমা বক্স অফিসে হিট হওয়ার জন্য কমার্শিয়াল নায়ক প্রয়োজন। আপনি নিজেও কমার্শিয়াল হিরো। বিষয়টি কীভাবে দেখেন?
এ প্রশ্নের জবাবে জিৎ বলেন, “আমার মনে হয় ভালো গল্প দরকার। দায় একা হিরোর হতে পারে না। ভালো গল্প হলে, সেই সিনেমা হিরো যেমন দাঁড় করাতে পারেন, তেমনি ভিলেনও পারেন।”
খানিকটা ব্যাখ্যা করে জিৎ বলেন, “সিনেমায় উল্লেখযোগ্য কমিক চরিত্র থাকলে, তিনিও সিনেমা দাঁড় করিয়ে দিতে পারেন। নারী চরিত্ররাও পারেন। আসলে মনে রাখার মতো চরিত্র চাই। আমার বিশ্বাস, ভালো গল্পের বিকল্প আগেও ছিল না, এখনো নাই।”
ব্লকবাস্টার সিনেমার সংলাপও দর্শক মনে রাখেন। তা উল্লেখ করে জিৎ বলেন, “এমন অনেক ব্লকবাস্টার সিনেমা আছে, যার চরিত্রদের আমরা মনে রেখেছি। সেই চরিত্রের বলা কোনো একটি সংলাপ চিরস্মরণীয় হয়ে আছে।”
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে জিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চোপড়া। এছাড়াও অভিনয় করেছেন— প্রসেনজিৎ চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, চিত্রাঙ্গদা সিং প্রমুখ। আগামী ২০ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।