English

19 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

গল্পের প্রয়োজনে পর্দায় নগ্ন হয়েছিলেন যে বলিউড অভিনেত্রীরা

- Advertisements -
পর্দায় নগ্নতা এখনকার সিনেমায় নজরে পড়ে প্রায়ই। নগ্নতাকে আর্ট হিসেবেই পর্দায় হাজির করেন পরিচালক। আর সেই আর্টে নিজেদের শৈলী ছড়াতে সাহসী ভূমিকায় অবতীর্ন হন নায়িকারা। হলিউড হোক বা বলিউড, নগ্নতা যে একটা শিল্প তা সব জায়গাতেই প্রমাণিত হয়েছে অসংখ্যবার।
বেশিরভাগ ক্ষেত্রেই ক্যামেরার বিভিন্ন কারুকাজে অভিনেত্রীদের নগ্নতা ফুটিয়ে তোলা হয়। তবে কিছু সিনেমায় সত্যিই নগ্ন হতে হয়েছিল অভিনেত্রীদের। সেটিও চিত্রনাট্যের প্রয়োজনে। তবে সে নগ্নতা শুধুই গল্পের প্রয়োজনে, যা দর্শকদের মনেও ছাপ ফেলেছে।
দেখে নিন বলিউডের যেসব সাহসী অভিনেত্রী চিত্রনাট্যের প্রয়োজনে পর্দায় নগ্ন হতেও কুণ্ঠাবোধ করেননি। 
মন্দাকিনী : যে সময়ে বিকিনি বা স্বল্প পোশাক কিম্বা সাধারন চুম্বনও ‘ট‍্যাবু’ বলে গণ‍্য হত সেই সময় এই প্রথম সারির অভিনেত্রীও অনস্ক্রিন নগ্নতা বা যৌনদৃশ‍্য ফুটিয়ে তুলতে পিছপা হননি। তিনি মন্দাকিনী। ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমায় সাদা স্বচ্ছ শাড়িতে ঝরনার নীচে মন্দাকিনির নাচ, এখনও আইকনিক হয়ে রয়েছে।
সেই সময় এমন দৃশ‍্যের জন‍্য যথেষ্ট সাহসের দরকার ছিল। এছাড়া একটি ম‍্যাগাজিন কভারেও রূপালি বিকিনি পরে পোজ দিয়েছিলেন মন্দাকিনি। 

রেখা : বলিউডের অন‍্যতম প্রখ‍্যাত অভিনেত্রী রেখা। প্রবল ব‍্যক্তিত্বময়ী রেখাও সিনেমার প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ‍্যে অভিনয় করেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আস্থা’ সিনেমায় একজন মধ‍্যবয়স্কা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি যে পরে পতিতার জীবনকে বেছে নেয়।

প্রয়াত অভিনেতা ওম পুরী ও নবীন নিশ্চলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ‍্যে অভিনয় করেছিলেন রেখা। পর্দায় অর্ধনগ্ন হয়েছেন অবলীলায়।

জিনাত আমান : আবেদনময়ীতার আলাদা সংজ্ঞা তৈরি করেছিলেন বলিউড অভিনেত্রী জিনাত আমান। সত্তরের বোল্ড অভিনেত্রীদের মধ‍্যে তিনি অন‍্যতম। ব্লাউজ ছাড়া স্বচ্ছ শাড়িতে সেই সময়ে সিনেপ্রেমীদের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন জিনাত। সত্যম শিবম ‍সুন্দরম সিনেমায় তার বোল্ড লুক তাকে সাহসী অভিনেত্রীর খেতাব এনে দেয়।

রাধিকা আপ্তে : অভিনয়ের দিক দিয়ে রাধিকার তুলনা করার সাহস কেউ দেখাবে না। চরিত্র নিঁখুঁত করে তোলার জন‍্য একাধিক বার নগ্ন হয়েছেন রাধিকা। ২০১৬ সালে ‘পার্চড’ সিনেমায় আদিল হুসেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ‍্য নজর কেড়েছিল। রাধিকার নগ্ন অবস্থায় এমএমএস ও ছবিও ফাঁস হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।

মল্লিকা শেরাওয়াত : নব্বইয়ের দশকে মল্লিকা শেরাওয়াত নামটা শুনলে হৃদয়ে ঝড় উঠত না এমন পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর। ২০০৪ সালে ইমরান হাশমির বিপরীতে ‘মার্ডার’ সিনেমায় মল্লিকার বোল্ড অভিনয় কেউই ভুলতে পারেননি। গল্পের প্রয়োজনে পর্দায় অর্ধনগ্ন হয়েছেন এ সাহসী অভিনেত্রী।

সানি লিওন : পর্ন দুনিয়া ছেড়ে বলিউডে পা রাখেন সানি। প্রথম সিনেমা ‘জিসম ২’ ও তারপর একাধিক সিনেমায় বোল্ড দৃশ‍্যে অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে অর্ধ নগ্ন হতেও দেখা গেছে তাকে।

ইশা গুপ্তা : ইমরান হাশমির বিপরীতে ‘জান্নত ২’ এর মাধ‍্যমে বলিউডে প্রবেশ ইশা গুপ্তার। নগ্নতা থেকে ঘনিষ্ঠ শয‍্যা দৃশ‍্য সবেতেই তুখোড় অভিনয় করেছিলেন তিনি। তিনিও পর্দায় নিজেকে অর্ধনগ্ন করেছিলেন দ্বিধা ছাড়াই। এছাড়া অর্ধনগ্ন হয়ে ফটোশুট করেও বেশ আলোচনায় এসেছিলেন অভিনেত্রী।

এছাড়াও সময়ে সময়ে বহু বলিউড অভিনেত্রী নিজেকে ছাড়িয়ে গেছেন পর্দায় নগ্নতায় ও সাহসী দৃশ্যে হাজির হয়ে। চিরচেনা রক্ষণশীল বলিউডের অভিনেত্রীরাও পর্দায় নগ্নতায় হলিউডের চেয়ে কম নয়, সেই প্রমাণ যুগে যুগে রেখেছেন অনেকেই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন