নাসিম রুমি: এই সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন জিনাত সানু স্বাগতা। তার অভিনীত দুইটি সিনেমা মুক্তির অপেক্ষায়। একটি নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, অপরটি মিশু মনির পরিচালিত ‘দেয়ালের দেশ’।
স্বাগতা বিয়ে করতে যাচ্ছেন—বেশ কিছুদিন ধরেই শোবিজ পাড়ায় এই আলোচনা চলছে। কবে বিয়ে করছেন, তা নিয়ে গনমাধ্যামে কথা বলেছেন তিনি।
স্বাগতা বলেন, ‘জানুয়ারিতে বিয়ে। গত মাসে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এখন সবকিছু গোছাচ্ছি।’
কাকে বিয়ে করছেন, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘সময় হলে সব জানাব। তবে, বিয়ে করতে যাচ্ছি। জীবনের সুন্দর সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি।’
স্বাগতা অভিনীত ‘অসম্ভব’ সিনেমা চলতি মাসে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে পাঁচটি চরিত্রে একা অভিনয় করেছেন তিনি। এই সিনেমা নিয়ে স্বাগতা বলেন, ‘অসম্ভব একটি সুন্দর গল্পের সিনেমা। পারিবারিক গল্পের সিনেমা। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা।