প্রাণ ফ্রুটো বিজ্ঞাপনের শুটিং করার মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারের ৫০তম বিজ্ঞাপনে কাজ করলেন ঢালিউড অভিনেতা আমান রেজা। এবারের বিজ্ঞাপনে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে রেবেকা সুলতানা দীপাকে। বিজ্ঞাপনটি বাপ্পা মাহমুদের পরিচালনায় নির্মিত হচ্ছে।
অর্ধশত বিজ্ঞাপনে কাজ করতে পেরে উচ্ছ্বশিত আমান জানান, ক্যারিয়ারের ৫০তম বিজ্ঞাপন শেষ করলাম। এ এক অন্যরকম অনুভূতি। অনেক কৃতজ্ঞ স্রষ্টা, পিতামাতা ও পরিবারের কাছে। শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাই পরিচালক-প্রযোজকদের। ধন্যবাদ আমার দর্শক ও ভক্তদেরও- যারা না থাকলে একজন আমান রেজার এই পথচলা এতদূর এগোতো না।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন