English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

কোয়েল মল্লিককে এবার দেখা যাবে সিরিয়ালে

- Advertisements -

নাসিম রুমি: ওপার বাংলার বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে এবার দেখা গেলো একটু ভিন্ন পর্দায়। সম্প্রতি একটি টেলিভিশন সিরিয়ালের প্রোমোতে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে কী এবার সিনেমা ছেড়ে সিরিয়ালে অভিনয় করবেন এই নায়িকা?

এর আগে টালিগঞ্জের বহু অভিনেতা-অভিনেত্রীই বড় পর্দা থেকে সরে এসে ছোট পর্দায় কাজ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দামরাও এর ব্যতিক্রম নন; অভিনয় করেছেন ছোট পর্দায়। এবার নিশ্চই বাংলা সিরিয়ালে কোয়েলকে দেখা যাবে- এমনটি ধরে নিয়েছেন অনেকে।

মূলত বঁধুয়া নামের একটি বাংলা সিরিয়ালের প্রমোশনাল ভিডিওতে কোয়েল মল্লিককে দেখা গেছে। তাতে দেখা যায়, নায়কের চরিত্রে আবির সারাক্ষণই সমর্থন করে চলেছে নায়িকা পেখমকে। খলনায়কের হাতে ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন নায়িকা। ফলে নায়ককে নিজের শরীর স্পর্শ করতে দিতে চাইত না নায়িকা। সত্যিটা জানতে পেরে নায়িকার পাশে এসে দাঁড়ায় নায়ক। এমন সময় হাজির হতে দেখা যায় কোয়েলকে। নায়িকা পেখমকে এসে অভিনন্দন জানিয়ে কোয়েল বলেছেন, এভাবেই রুখে দাঁড়াতে হয়। এসময় পেখমের স্বামীকে পাশে থাকার জন্য অভিনন্দন জানান কোয়েল।

ভারতীয় গণমাধ্যমের খবর, শুধুমাত্র প্রমোশনের জন্যই কোয়েলের এই আগমন। তবে স্থায়ীভাবে ওই সিরিয়ালে অভিনয় করবেন না তিনি। বঁধুয়া নামের ওই ধারাবাহিকে দেখানো হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, অর্থাৎ শিশু নির্যাতনের কাহিনি। ধারাবাহিকের হিরো সারাক্ষণই সমর্থন করে চলেছে নায়িকাকে। সিরিয়ালটির নির্মাতারা বলছেন, আপাতত কোয়েলকে দিয়েই এই প্রোমোশনাল ভিডিওটির শুটিং করানো হয়েছে। শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে সাহায্য করেছেন কোয়েল। স্বামীদের তাদের স্ত্রীর পাশে দাঁড়াতে উজ্জীবিত করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন