লাতিন আমেরিকার পপ সুপারস্টার শাকিরা স্পেনের কর কর্তৃপক্ষকে দাঁতভাঙা জবাব দিয়েছেন। তার বিরুদ্ধে স্প্যানিশ এই সংস্থাটি ১৪ মিলিয়ন ডলার কর জালিয়াতির অভিযোগ এনেছে।
কলম্বিয়ার এই গায়িকা বলেছেন, স্প্যানিশ কর কর্তৃপক্ষের এই আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, এই অভিযোগের কর কর্তৃপক্ষ করদাতার আইনি নিশ্চয়তার ব্যাপারে কোনো সম্মান দেখায়নি।
তাছাড়া নিজের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে দাবি করে শাকিরা বলেছেন, ‘তারা বহু বছর ধরে অর্জন করা আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টাও করছে।’
শাকিরা আরও বলেন, ‘আমার বিষয়ে তারা ব্যক্তিগত গোপনীয়তার নীতিও লঙ্ঘন করেছে। এছাড়াও তারা নাগরিকত্বের মৌলিক অধিকারও ক্ষুণ্ণ করছে।’
শাকিরার আইনজীবী এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ বার্সেলোনার আদালতে পেশ করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।