English

24 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

কিডনি বাণিজ্য নিয়ে ওয়েব সিরিজ

- Advertisements -

দিন দুয়েক আগে প্রকাশ হয়েছে ট্রেলার। সেটা দেখেই আঁচ করা গেলো, কিডনি সংক্রান্ত বিষয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। নাম ‘বাঘে খায়’। নির্মাণ করেছেন নোমান রবিন। এটি তার প্রথম ওয়েব সিরিজ, সেই সঙ্গে দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তনের কনটেন্ট। তাই চেষ্টায় ত্রুটি রাখেননি।

নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা করছে দেশে। এর নাম ‘আয়না’। সেখানেই প্রথম কনটেন্ট হিসেবে মুক্তি পাবে ‘বাঘে খায়’। যদিও এখনও মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি; তবে নির্মাতা জানালেন, নভেম্বরের মধ্যেই দর্শকের হাতের মুঠোয় চলে আসবে সিরিজটি।

এই সিরিজের প্রায় সবগুলো চরিত্রই নেতিবাচক। কেননা এর গল্প এগিয়েছে অবৈধ কিডনি বাণিজ্যের সঙ্গে যুক্ত কিছু মানুষকে ঘিরে। এসব চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু, নানা শাহ, রিয়াজুল রিজু, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

ওটিটি দিয়ে উত্থান হয়েছে অভিনেতা রাশেদ মামুন অপুর। তবে তার ক্যারিয়ারের শুরুটা হয় নির্মাতা নোমান রবিনের হাত ধরেই। তাই নতুন সিরিজটি তার কাছে একটু বিশেষ বটে। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘আমার অভিনয়ের শুরুটা নোমান রবিন পরিচালিত নাটক দিয়ে। একসঙ্গে আমরা অনেকগুলো কাজ করেছি। তবে মাঝে অনেকদিন তিনি কনটেন্ট বানাননি; আমারও তার সঙ্গে যুগলবন্দি হয়নি। নতুন এই সিরিজটিতে কাজ করে পুরনো সম্পর্কটা শাণিত করলাম। আর অভিজ্ঞতার কথা যদি বলি, কাজটি করে আরাম পেয়েছি।’

নির্মাতা নোমান রবিন জানালেন, ওটিটি প্ল্যাটফর্ম ‘আয়না’ দর্শকের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ-চাহিদা বিবেচনা করেই মুক্তি দেওয়া হবে। প্রথম ধাপে ছয়টি পর্বে নির্মিত হয়েছে এটি। দর্শক যদি পছন্দ করেন, তাহলে পরবর্তীতে গল্পের আরও ডালপালা গজাবে, নতুন সিজন আসবে।

এদিকে কিছুদিন আগেই একদিনে তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রাশেদ মামুন অপু। এর মধ্যে ‘চাদর’ নামের একটি সিনেমার কাজ ইতোমধ্যে শেষ করে ফেলেছেন। সম্প্রতি যুক্ত হয়েছেন ‘কাঠগোলাপ’ নামের আরেকটি নতুন ছবিতে। আগামী ২৪ অক্টোবর থেকে এর চিত্রায়নে তিনি অংশ নেবেন।

‘বাঘে খায়’-এর ট্রেলার:

https://youtu.be/zld9Hpnb38Y

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন