English

21 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

‘কিং’ ই কী শাহরুখের জীবনের সবচেয়ে বড় সিনেমা?

- Advertisements -

নাসিম রুমি: গুঞ্জন আগেই ছিল, সেই খবরে সিলমোহর দিয়েছিলেন শাহরুখ খান স্বয়ং। বলিউড বাদশাহর পরবর্তী সিনেমার নাম ‘কিং’, যেটি পরিচালনা করবেন বাঙালি পরিচালক সুজয় ঘোষ। এখানেই শেষ নয়, সিনেমায় প্রথমবারের মত দেখা যাবে শাহরুখকন্যা সুহানা খানকে, খল চরিত্রে থাকবেন অভিষেক বচ্চনও।

২০২৫ সালের মার্চে শুটিং ফ্লোরে যেতে প্রস্তুতও ছিল কিন্তু এর মাঝেই গেল বছরের ডিসেম্বরে পিঙ্কভিলার নতুন খবর, ‘কিং’ সিনেমা পরিচালনা করছেন না সুজয় ঘোষ। পরিচালনার নতুন দায়িত্ব পেয়েছেন সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থ, সুরেশ নায়ার ও সাগর পান্ডিয়াকে নিয়ে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ। পরিচালক বদলের খবরের কারণ হিসাবে একাধিক ভারতীয় গণমাধ্যম দাবি করছে, দিনের পর দিন এই সিনেমার চিত্রনাট্য ঘষেমেজে বদল হচ্ছিল এবং স্বভাবতই ব্যাপ্তিও বাড়ছিল। শেষমেশ যেখানে গিয়ে এই সিনেমার গল্প-চিত্রনাট্য দাঁড়িয়েছিল, তার থেকে সুজয়ের মনে হয়েছিল তিনি যেভাবে কিং কে দর্শকের সামনে পেশ করতে চেয়েছিলেন, সিনেমাটি আর সেই জায়গায় নেই।

নতুন খবর হচ্ছে, এপ্রিলে শুটিং শুরু হবে ‘কিং’ সিনেমা। আর সিনেমাতে দুর্দান্ত ‘লার্জার দ্যান লাইফ’ সব স্টান্ট করতে চলেছেন শাহরুখ। কিং খানের জীবনের সবচেয়ে বড় প্রোজেক্ট নাকি এটাই। স্বাভাবিক ভাবেই এমন খবরে উত্তেজনা আরও বেড়েছে ভক্তদের মধ্যে।

ভারতের বিশিষ্ট সিনে বিশ্লেষক সুমিত কাদেল সোশাল মিডিয়ায় এক পোস্ট করে দাবি করেছেন, ‘শাহরুখ খানের জীবনের সবচেয়ে বড় প্রোজেক্ট হতে চলেছে ‘কিং’। পরিচালক সিদ্ধার্থ আনন্দ বেশ পাগলপারা অ্যাকশন সিকোয়েন্সের পরিকল্পনা করেছেন। অনিরুদ্ধও চমৎকার সব গান কম্পোজ করেছেন। সারা পৃথিবী জুড়েই চলবে চিত্রগ্রহণ।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন