নাসিম রুমি: কানাডার বাংলাদেশি কমিউনিটির ইনডোর ইভেন্ট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শুরু হবে (১৯ মে) রবিবার। সেই মঞ্চ মাতাবেন ব্যান্ডতারকা শাফিন আহমেদ। বর্তমানে তিনি টরন্টোতে অবস্থান করছেন।
সপ্তম বাংলাদেশ ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন টরন্টোতে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ফারুক হোসেন। প্রধান অতিথি থাকবেন টরন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ। এমনটিই জানিয়েছেন উৎসবের কর্ণধার সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু।
শিল্পী শাফিন আহমেদ বলেন, ‘আমার গানের জন্য টরন্টো অভিবাসী বাঙালিরা অপেক্ষা করছেন। এটি আমার জন্য অন্যরকমের আনন্দ এবং প্রাপ্তি। আশা করছি, আয়োজনটি সফল ও সার্থক হবে।’