English

29 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
- Advertisement -

কলকাতা ফিল্মফেয়ারে ‘ট্র্যাডিশনাল কুইন’ জয়া

- Advertisements -

নাসিম রুমি: ফ্যাশন কিংবা স্টাইলের দিক দিয়ে বরাবরের মতোই এগিয়ে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ফ্যাশনে নিজেকে মেলে ধরেন এই বিউটি কুইন। এবার এই রূপ-বৈচিত্র অভিনেত্রীকে দিল বড় সম্মাননা!

সোমবার সন্ধ্যায় ওপার বাংলার টালিগঞ্জে প্রথমবারের মতো বসে চলচ্চিত্র জগতের স্টাইলিশ-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। সেখানেই সকলের মাঝে বছরের সেরা ‘ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড’ অর্জন করেন জয়া আহসান।

পুরস্কার প্রাপ্তির পর সামাজিক মাধ্যমে সুখবরটি অনুরাগীদের কাছে ভাগ করে নেন জয়া। নিজের অনুভূতি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

এদিন সঙ্গে বেশ কিছু ছবিও যোগ করেন জয়া। তাকে নানা ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়েও পোজ দিতে দেখা যায়। সঙ্গে তার রূপ-সাজ বরাবরের মতোই মুগ্ধ করেছে সকলকে।

এদিন জয়া পরেছিলেন একটি অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। তার টেনে বাধা চুল আর হালকা গয়নায় জয়ার গ্ল্যামার এতোটাই তিব্র হয়ে ওঠে যে, অভিনেত্রীর কাছ থেকে নজর এড়ানোই কঠিন হয়ে পড়ে।

ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেকের মধ্যে বেশ কিছু জনপ্রিয় তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য হয়েছেন সম্মানিত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন