করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হিন্দি ও মারাঠি সিনেমার বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর। মৃত্যুকালে এই বর্ষীয়ান অভিনেতার বয়স হয়েছিল ৮১ বছর।
মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘সিম্বা’খ্যাত এই অভিনেতা।
কিশোরের নাতি আনিশ জানান, দাদা থানের একটি কোভিড সেন্টারে ভর্তি ছিলেন। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোভিড সেন্টারে ভর্তি করানোর আগে তার শ্বাস নিতে ও কথা বলতে সমস্যা হচ্ছিল। এছাড়া তার অক্সিজেন লেভেলও দ্রুত কমে যাচ্ছিল।
কিশোর নন্দলস্করকে ‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়ালিটি’, ‘সিংঘম’, ‘সিম্বা’র মতো সুপারহিট সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় কিশোর নন্দলস্করের আত্মপ্রকাশ। এরপর ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুঢারি চোর’, ‘মধ্যমবর্গ- দ্য মিডল ক্লাস’-এর মতো একাধিক জনপ্রিয় মারাঠি সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়াও গোবিন্দা অভিনীত ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’ সিনেমায় কিশোরের ‘সন্নাটা’ চরিত্রটি আজও দর্শকের মনে পড়ে।