ভারতীয় অভিনেতা সোনু সুদ করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার দুপুরে তিনি নিজেই এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও তেমন কোনো উপসর্গ নেই। খবর এনডিটিভির।
সোনু লিখেছেন, ‘আজ সকালে আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। সব সচেতনতা বিধি মেনে আমি নিজেকে নিভৃতবাসে রেখেছি এবং নিজের যথেষ্ট যত্ন রাখছি। তবে চিন্তা করবেন না এটি আপনার সমস্যাগুলি সমাধান করার জন্য আমাকে যথেষ্ট সময় দেবে। মনে রাখবেন আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি।’
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় আক্রান্ত হয়েছেন বলিউডের একাধিক তারকা। আমির খান, অক্ষয় কুমার, আলিয়া ভাট, ভিকি কৌশল, গোবিন্দ, ভূমি পেড়নেকরের করোনা পজিটিভের খবর এসেছে ভারতীয় গণমাধ্যমে।