English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

‘কথিত প্রেমিক’ বিজয় ভার্মা সম্পর্কে যা বললেন তামান্না

- Advertisements -
বেশ কিছুদিন ধরেই বলিউডে তীব্র গুঞ্জন চলছে যে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মার মাঝে প্রেমের সম্পর্ক চলছে। প্রায়ই দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়। তবে একাধিকবার দুজনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও দুজনেই নিজেদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন। এবার বিজয় প্রসঙ্গে সরাসরি মতামত ব্যক্ত করেছেন তামান্না। 
হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে অভিনেত্রী বলেন, “আমরা একসঙ্গে একটি চলচ্চিত্র করেছি। এতে করেই এমন গুজব চারিদিকে শুরু হয়েছে। যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের কাছে সবকিছু স্পষ্ট করার কোনো প্রয়োজন দেখছি না। এগুলো শুধুই গুজব। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।”
এদিকে অভিনয় জীবনে নিজের ১৮ বছর পূর্ণ করেছেন তামান্না। হিন্দি চলচ্চিত্র ‘চাঁদ সা রোশন চেহেরা’-এর মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন অভিনেত্রী। বর্তমানে তামান্না ভাটিয়া নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন। নিজের দীর্ঘ কর্মজীবন সম্পর্কে অভিনেত্রী বলেন, “এই যাত্রা অনেক কঠিন ছিল। আমি কখনই কারো পছন্দে নিজেকে স্থির করিনি। লোকেরা ভেবেছিল যে সময় অনুযায়ী আমার এটা ওটা করা উচিত, বিশেষ করে একজন নারী অভিনেত্রীর ক্যারিয়ারে যা প্রয়োজন। তবে আমি নিজের ধারায় চলতে পছন্দ করি।”
ইন্ডাস্ট্রিতে নিজের অনুপ্রেরণার কথা উল্লেখ করে তামান্না বলেন, “কারিনা কাপুর, টাবুর মতো গুণী অভিনেত্রীদের দেখেই অনুপ্রেরণা পেয়েছি। বিশেষ করে টাবুর প্রতি আমার একটা মানবিক ক্রাশ আছে। আমি এটাই চাই যে নারীরা প্রত্যেক বয়সে এমনই হোক।
তারা নিজেদেরকে নতুন করে উদ্ভাবন করেছে।”সাম্প্রতিক সময়ে ‘বাহুবলী’, ‘বাহুবলী ২’, ‘সে রা নরসিমা রেড্ডি’র মতো বিগ বাজেটের চলচ্চিত্রে দেখা গেছে তামান্নাকে। তাকে পরবর্তীতে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ ২’-এ। এছাড়াও বেশ কিছু বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র হাতে রয়েছে অভিনেত্রীর।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন