এবার ঘটনার সঙ্গে যুক্ত থাকা আরও এক জনকে হরিয়ানা থেকে গ্রেফতার করল পুলিশ।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার জানাচ্ছে, ঘটনার দু’দিনের মাথায় দুই বন্দুকবাজকে গ্রেফতার করে পুলিশ। তারপর ধরা পড়েন বন্দুকবাজদের অস্ত্র সরবরাহকারী দুজন।তাঁরা হলেন অনুজ থাপন ও সোনু বিষ্ণোই। বন্দুকবাজদের দাবি, সালমানের বাড়িতে তাঁরা ১০ রাউন্ড গুলি চালানোর নির্দেশ পেয়েছিলেন। তার পরে সুরাতের তাপ্তী নদীতে বন্দুক ফেলে দেন তাঁরা। শোনা গিয়েছে, এর মধ্যেই নদী থেকে একটি বন্দুক ও কিছু কার্তুজ উদ্ধার করেছে মুম্বই অপরাধ দমন শাখা। এ দিকে পুলিশি হেফাজতে থাকাকালীনই আত্মহত্যা করেন অনুজ। তার পরই ধরা পড়েন রফিক। শোনা যায়, বন্দুকবাজদের গুলি চালানোর জন্য হরপাল নাকি ২-৩ লক্ষ টাকা দেন হামলাকারীদের।
তবে আসল ঘটনা কি তা জানা যাবে খুব তাড়াতাড়ি এমনটাই বলছেন মুম্বাই পুলিশ।