English

25 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে ধর্ষণের হুমকি!

- Advertisements -

দুই বাংলায় সর্বমহলে আলোড়ল সৃষ্টি করা গান ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো’। ‘প্রাক্তন’ ছবির এই গানের কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ত্রাণের ছবি পোস্ট করে আবার কখনও বিয়ের পর শাখা-সিঁদুর পরেননি কেন তা নিয়েও কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এবার যোগাসনের ছবি পোস্ট করেও নেটিজেনদের একাংশের শুধু বাজে মন্তব্যই নয় রীতিমতো ধর্ষণের হুমকি পেলেন গায়িকা।

শুক্রবার সকালে যোগাসন করার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ইমন। তাতে লেখেন, ‘স্ট্রেচ স্ট্রেচ… গুড মর্নিং।’ তাঁর এই ছবি পোস্ট হওয়ামাত্রই লাইক, কমেন্টের বন্যা বইতে থাকে।

কেউ কেউ তার ফিটনেসের প্রশংসা করেন। তবে এক যুবক আচমকাই ইমনকে ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ। তা নজরে আসতে নেটিজেনরা বিরোধীতা করেন। এ ধরনের মন্তব্য করা অনুচিত, তা কমেন্ট বক্সেই জানান তারা। তবে কেউ কেউ আবার ওই যুবককে পরোক্ষে সমর্থন করে। যোগাসনের ভঙ্গিমায় দেওয়া ছবিকে অশালীন বলতেও ছাড়েননি তারা। ওই যুবকের কমেন্ট নজর এড়ায়নি খোদ শিল্পীরও। তিনি ওই যুবকের কমেন্টটি কলকাতা পুলিশকে ট্যাগ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন