English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

কখনও বলিনি আমার ছেলেদের সুযোগ দিন: মিঠুন

- Advertisements -

নাসিম রুমি: সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার গ্রহণ করেছেন মিঠুন চক্রবর্তী। এরপরেই এই অভিনেতা গনমাধ্যামকে সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির নেপটিজম নিয়ে কথা বলেন।

সেখানে নিজের ছেলেদের বিনোদন জগতে কাজ করা নিয়েও মুখ খোলেন তিনি।

মিঠুন জানান, তিনি নেপটিজমে বিশ্বাসী নন।

অভিনেতা নিজে খেটে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। তার এই ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার ছিল না।

তাই তিনি চান তার সন্তানরাও যেন নিজের পরিশ্রমে সেই জায়গা করেন, কেবল বাবার নামের জোরে যেন প্রতিষ্ঠিত না হন সেটা মাথায় রেখেছেন সব সময়।

সাক্ষাৎকারে মিঠুনের কাছে জানতে চাওয়া হয়- বলিউড একটি ‘পারিবারিক শিল্প’ কি-না? এ প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, আমি একমত নই।

আমার চার সন্তান আছে আর তারা চারজনই বিনোদন জগতে কাজ করেন। আমি আজ পর্যন্ত কোনও প্রযোজককে, ওদের হয়ে কিছু বলিনি। কখনও বলিনি যে আমার ছেলেদের সুযোগ দিন।

তিনি আরও বলেন, যদি কারোর বাবা হিরো হন, তাহলে তাকে যে হিরো হতেই হবে তার কোনও মানে নেই। তার মধ্যে ট্যালেন্টও থাকতে হবে। আর যদি ট্যালেন্ট না থাকে তো অনেক ধন্যবাদ, আপনি যেতে পারেন। যদি কারও বাবা অভিনেতা এবং ছেলেও অভিনেতা হয়ে যান, তাহলে ছেলেরও প্রতিভা রয়েছে সেটা মনে রাখবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন