২০২৩ শেষ। শুরু হলো ২০২৪। দেয়ালে উঠল ঝকঝকে তকতকে নতুন বছরের ক্যালেন্ডার। নতুন বছরে নতুন উদ্যাম নিয়ে পথ চলার অঙ্গীকার নিয়ে অনেকেই পথ চলবেন। পুরোনো বছর থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এগোবেন সামনের দিন। নতুন বছরে নতুন পরিকল্পনায় হাটবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এ বছর অপু বিশ্বাস তার ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন একাধিক সিনেমা নির্মাণ করার করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন।
তিনি আরো বলেন, ‘এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।’
নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে চাইলে অপু বলেন, ‘এটি এখনই বলা যাবে না। সব কিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এই ঘোষণা খুব শিগগির আসবে।’