নাসিম রুমি: বলিউড অভিনেতা সালমান খান বিগত কয়েক বছরে একের পর এক প্রাণনাশের হুমকি পেয়েই যাচ্ছেন। এবার ফোন কিংবা চিঠিতে নয়। সরাসরি শুটিং স্পটে ঢুকে ভাইজানকে হত্যার হুমকি দিয়েছেন শর্মা নামের এক যুবক। মুম্বাইয়ের দাদরে শুটিং চলছে সালমানের।
বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি ঢুকে পড়েন সেখানে। নিরাপত্তারক্ষীরা তাকে আটক করায় সালমানের কাছে আর যেতে পারেননি তিনি।
তখন দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এ সময় নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোক বলেও দাবি করতে থাকেন ওই হুমকিদাতা।
এদিকে ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান। এ ঘটনায় আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে চলা সালমানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহার করেছিলেন অভিযুক্ত শর্মা।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সালমান। মূলত বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকে আতঙ্ক বেড়েছে। যে কারণে আরও জোরদার করা হয় সালমানের নিরাপত্তা।