একের পর এক বয়কটের ডাকে টালমাটাল বলিউড। যত দিন যাচ্ছে, বলিউডে বয়কটের প্রবণতা যেন বেড়েই চলেছে। প্রথমে আমিরের লাল সিং চাড্ডার পর এবার শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটিকে বয়কটের ডাক দিলেন হিন্দুত্ববাদীরা। সনাতনি হিন্দুদের এই সিনেমা দেখতে বারণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুরুভাই সাধু দেবনাথ।
তবে এই বয়কটের ডাক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
শিগগিরই বাচাউ থানায় একটি ফৌজদারি অভিযোগ দায়ের করবেন বলেও জানান সাধু দেবনাথ।
এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ‘আমার বৃহস্পতিবারের টুইটে সেলিম আলী (শাহরুখ ভক্ত) নামের একজন আমার একটি শিরশ্ছেদ পোস্টার পোস্ট করেছেন। সেলিম আলী শাহরুখ খানের জনসংযোগ দলের সদস্য।
তিনি আরো বলেন, ‘আমি কোনো সিনেমার বিরুদ্ধে নই। কিন্তু এমন অভিনেতাদের বিরুদ্ধে, যারা ভারতীয় ভক্তদের ওপর প্রতিষ্ঠিত হয়ে জাতিকেই গালি দেয়। আমি কোনো জাতি, ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে না। তবে যারা জাতির বিরুদ্ধে কথা বলে তাদের সহ্য করব না। ’
হুমকিদাতার বিষয়ে সাধু বলেন যে, তিনি চান পুলিশ যেন শুধু সেলিমের বিরুদ্ধে তদন্ত না করে, বরং এই হুমকির পেছনে থাকা গোটা সিন্ডিকেট বা গ্যাংকে খুঁজে বের করে তাদের প্রকাশ করে।