ইদানিং প্রায়ই পোশাক বিতর্কে পড়ছেন অভিনেত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেনো রাখঢাক না রেখেই বিন্দাস নিজেদের লাইফস্টাইল শেয়ার করছেন ভক্তদের সাথে। কেউ কেউ প্রশংসায় ভাসালেও, বেশিরভাগ নেটিজেন নেমে পড়েন বিদ্রুপে। এবার তেমনটাই হলো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যের সাথে।
সম্প্রতি সমুদ্র দেখতে গেছেন অপরাজিতা আঢ্য। সেখানেই সৈকতে দাড়িয়ে গেরুয়া হট প্যান্ট আর সাদা টপ পরে ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। পায়ে করে সৈকতের বালি ওড়াতে দেখা যাচ্ছে অপরাজিতাকে।
আবার পরমুহূর্তেই ভিডিওতে সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে যেতে দেখা যাচ্ছে তাকে। বেড়াতে যাওয়ার মুহূর্তগুলো জুড়ে দিয়ে ভিডিও বানিয়ে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিজেই। ক্যাপশানে লিখেছেন, সমুদ্রের গর্জনও যেন সঙ্গীতের মতো।