English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

এবার পরীমণির জামিন প্রার্থনা করলেন অভিনেত্রী অঞ্জনা

- Advertisements -

চিত্রনায়িকা পরীমণির জামিন প্রার্থনা করলেন অভিনেত্রী অঞ্জনা। নিজের ফেসবুক হ্যান্ডেলে পরীমণির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে অঞ্জনা বলেন, ‘আমরা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নই। জীবনে চলার পথে সঠিক দিকনির্দেশনা না থাকলে অবশ্যই জীবন অনাকাঙ্ক্ষিত ভাবেই ভুল পথে অতিবাহিত হয়।’

তিনি বলেন, ‘পরিমনির বেলায় ও  তাই হয়েছে একটা এতিম মেয়ে শৈশব বয়স থেকে পারিবারিক মায়া মমতার কোনও স্পর্শ পায়নি পারিবারিকভাবে সুনির্দিষ্ট কোনও দায়বদ্ধতা ছিলোনা তাই হয়তো না বোঝেই অন্য পথে ধাবিত হয়েছিলো তার জীবন আরেকটি কথা বলতেই হয় শিল্পী হিসেবে পরিমনি যথেষ্ট ভালো অভিনয় করে এটা নিঃসন্দেহে আর সে দেখতেও অপূর্ব সুন্দরী।’

এর আগে সংবাদ সম্মেলনে, মেয়েদের সন্ধ্যার পরে বাইরে বের হওয়া ঠিক নয়- এমন বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন অঞ্জনা। তবে অঞ্জনার দাবি তিনি কথাটা সেভাবে বলেননি, ‘সন্ধ্যার পর যেখানে মেয়েদের যাতায়াত নিরাপদ নয়, এমন পথে একা যাওয়া নিরাপদ নয় এমনটাই নাকি বলেছেন।

বুধবার নিজের ফেসবুকে পরীমণির জামিন প্রার্থনা করে অঞ্জনা বলেন, ‘আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ করতে অবশ্যই তার প্রয়োজন আছে। আমি আশা করি সবকিছু ছাপিয়ে সে ভবিষ্যতে অভিনয়ে মনোযোগী হবে। সর্বোপরি সবকিছু বিবেচনা করে একটা অসহায় মেয়ের সার্বিক সুদূর ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা পর্যালোচনা মোতাবেক। আমি এদেশের আইন ও বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান প্রদর্শন করে শুধু একটি বিনীত অনুরোধ জানাবো সার্বিক বিষয়ে পর্যালোচনা করে পরীমনির জামিন মঞ্জুরের আদেশ প্রদান করলে চির কৃতজ্ঞ থাকবো।’

এদিকে, বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে আবেদন করে। এর আগে গত সোমবার পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান তার জামিন চেয়ে আবেদন করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন