গত আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল সংগীতশিল্পী কাজল আরিফের মৌলিক গানের ভিডিও ‘কেমন ভালোবাসো’। ইতিমধ্যে দর্শক-শ্রোতামহলের মন জয় করেছে গানটি। গানের সফলতার পর এবার দুঃখের মুসাফির হয়ে এলেন কাজল আরিফ। গানটির গীতিকার মিজাহারুল ইসলাম, সুর করেছেন শিল্পী নিজে এবং সুব্রত সুমন। সংগীতায়োজন করেছেন সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানচিত্রটিতে অভিনয় করেছেন শিপন মিত্র, নাইরুজ সিফাত, ফারুক আহমেদ, জাভেদ চৌধুরী এবং শিশু শিল্পী সাদাব। ঈদুল ফিতরকে সামনে রেখে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। নতুন গান প্রসঙ্গে কেমন ভালোবাসো খ্যাত সংগীতশিল্পী কাজল আরিফ বলেন, ‘এটি মূলত ভালোবাসার গান। ফোক ঘরানার এই গানটিতে ফুটে উঠেছে আমাদের বাস্তব জীবনের গল্প। আমি অনেক যত্ন নিয়ে গানটি করার চেষ্টা করেছি। বরাবরের মতোই এ গানটিও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, ২০১৩ সালে প্রকাশ পায় কাজল আরিফের প্রথম সলো অ্যালবাম নতুন একটা প্রেমে পড়ো। পরে ধারাবাহিকভাবে অনেকগুলো গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি।