English

21 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

এবার কারিনার সঙ্গে জুটি বাঁধছেন কপিল শর্মা

- Advertisements -

নাসিম রুমি: কৌতুকশিল্পী হিসেবে বিনোদনের জগতে পা রেখেছিলেন। রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করার পরে নিজের দক্ষতায় অর্জন করেছেন নিজের অনুষ্ঠানও। এবার নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করার রাস্তায় হাঁটছেন কপিল শর্মা।

জানা গেছে, ‘জুইগ্যাটো’ ছবিতে দর্শক ও সমালোচকদের নজরে আসার পর ইতোমধ্যেই আরও এক ছবির প্রস্তাব পেয়েছেন কপিল।

সোনম কাপুর আহুজার বোন, রিয়া কাপুর প্রযোজিত ‘দ্য ক্রু’ ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে কপিল শর্মাকে।

তিন সফল নারীর জীবনযাপনের আধারে লেখা হয়েছে ‘দ্য ক্রু’-এর চিত্রনাট্য। মুখ্য তিন চরিত্রে রয়েছেন কারিনা কাপুর খান, কৃতি শ্যানন ও টাবু। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ছবির শুটিং।
সপ্তাহ দু’য়েক আগে ছবির শুটিং শুরুর কাজ ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও শেয়ার করেছিলেন ‘বীরে দি ওয়েডিং’ খ্যাত প্রযোজক ও পোশাকশিল্পী রিয়া কাপুর।

বরাবর নারীকেন্দ্রিক গল্প বলার দিকেই ঝুঁকেছেন অনিল-কন্যা। ‘দ্য ক্রু’ ছবিও তার ব্যতিক্রম নয়। তবে এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে দিলজিৎ দোসাঞ্জকে।
এই খবর ঘোষণা করা হয়েছিল আগেই। এবার কলাকুশলীর দলে যোগ দিলেন কপিল শর্মাও। খুব শিগগিরই ছবির জন্য শুটিং করা শুরু করতে চলেছেন কৌতুকাভিনেতা।

‘কিস কিস কো পেয়ার কারু’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ কপিল শর্মার। তার পরে অভিনয় করেছেন ‘ফিরঙ্গি’, ‘জুইগ্যাটো’র মতো ছবিতে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন