English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

এবার কপিল শর্মাকে খুনের হুমকি

- Advertisements -

নাসিম রুমি: সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় এখনও ভীত সন্তস্ত্র বলিউড। এরইমধ্যে ফের আতঙ্ক মুম্বাই শহরের টিনসেল টাউনে। এবার হুমকির বার্তা এল কৌতুকশিল্পী কপিল শর্মার কাছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে ইমেইলের মাধ্যমে খুনের হুমকি আসে তার কাছে। শুধু কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকিবার্তা। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে।

এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের অম্বোলি থানার পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা যাচ্ছে।পুলিশের কাছে যে ইমেইলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, ‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষযকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতি দিনের জীবনযাপনের উপর নজর রাখছি।’ এই হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে, এ-ও বলা হয়েছে।

সাইফের ঘটনার পরে এই হুমকি বার্তা আসায় ফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে। গত সপ্তাহে সাইফের বাড়িতে মধ্যরাতে হামলা করে এক দুষ্কৃতিকারী। চুরির উদ্দেশ্য নিয়েই শরিফুল নামের এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন, এমনই জানিয়েছে মুম্বাই পুলিশ। সেই রাতে সাইফ বাধা দিতে গেলে তার উপর চড়াও হন সেই হামলাকারী। ছ’বার ছুরিকাঘাতে রক্তাক্ত করেন অভিনেতাকে। অভিনেতা এখন সুস্থ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন