English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

এফডিসি থেকে শেষ বিদায় নিলেন আজিজুর রহমান

- Advertisements -

শেষবারের মতো এফডিসিতে এলো খ্যাতিমান চিত্রপরিচালক আজিজুর রহমানের (৮২) মরদেহ। রোববার (২০ মার্চ) কার্গো বিমান যোগে বিকালে ঢাকায় পৌঁছায় তার মরদেহ। সেখান থেকে সরাসরি মরদেহ নিয়ে আসা হয় এফডিসিতে। রাত সাড়ে ৮টার দিকে তার দ্বিতীয় জানাজা হয়।

অঞ্জনা রহমান, শাবানা, সুজাতা আজিম, রোজিনাসহ অনেকেই তার সিনেমায় কাজ করেছেন। এফডিসিতে উপস্থিত হয়ে কান্না জড়িত কণ্ঠে অঞ্জনা রহমান বলেন, আজিজুর রহমান না থাকলে আমি নায়িকা হতে পারতাম না। আমার ক্যারিয়ারে তার অসামান্য অবদান রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।

তার ছেলে রহমান টয় বলেন, বাবা চলচ্চিত্রে অনেক ভালোবাসতেন। তিনি অনেক আসতে চেয়েছিলেন ঢাকা। কিন্তু ডাক্তাররা অনুমতি দেয়নি। তবে শেষ অনুমতি দিয়েছে শেষ যাত্রায়। সবাই বাবার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন নায়ক উজ্জল, সোহানুর রহমান সোহান, গাজী মাজারুল আনোয়ার, কাজী হায়াৎ, মতিন রহমান, মনতাজুর রহমান আকবর, মুশফিকুর রহমান গুলজার, জাকির হোসেন রাজু, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা অঞ্জনা রহমান, বাপ্পারাজ, সম্রাট, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, কলাকুশলী ও সংবাদকর্মীরা।

এফডিসিতে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে গ্রীন রোডের সেন্ট্রাল রোডে তার বাস ভবনে। ধানমন্ডি ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা। এরপর রাতে তার মরদেহ ফ্রিজিং করা হবে। সকালে নেওয়া হবে হেলিকপ্টরযোগে জন্মস্থান সান্তাহারে। সেখানে বাদ যোহর চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হবে।

অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামুর রহমানের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এই পরিচালকের সর্বশেষ সিনেমার পরিচালকও ছিলেন তিনি।

আজিজুর রহমান পরিচালিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। সিনেমাটি মুক্তি পায় ১৯৬৭ সালে। এ পর্যন্ত তিনি ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

আজিজুর রহমান পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’, ‘তিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন