English

24 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

এখনই বিয়ে নয়: অনন্যা পাণ্ডে

- Advertisements -

নাসিম রুমি: ২০১৯ সালে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। কিন্তু সে ছবিতে তার অভিনয় নিয়ে বিস্তর সমালোচনা হয়। উঠে আসে পক্ষপাতের প্রসঙ্গ।

বলিউডের তারকা সন্তান হিসেবে ছবির জগতে পা রাখলেই যে সাফল্য পাওয়া যায় না, তা-ও এক প্রকার প্রমাণ করেছেন অনন্যা। একের পর এক ছবিতে এসেছে ব্যর্থতা। কিন্তু গত এক বছরে নিজের অভিনয় দক্ষতা অনেকখানি বাড়িয়ে নিয়েছেন অভিনেত্রী। ‘খো গ্যায়ে হাম কাহাঁ’, ‘কল মি বে’ বা ‘কন্ট্রোল’-এর মতো ছবিতে তার অভিনয় নজর কেড়েছে দর্শকের।

একইসঙ্গে আলোচনায় এসেছে আদিত্য রায় কাপুরের সঙ্গে তার দূরত্ব এবং ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে নৈকট্য। এরইমধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়ে দিলেন, আজ থেকে পাঁচ বছর পর্যন্ত নিজেকে সিঙ্গেল দেখতে চাই। পাঁচ বছর পর বিয়ে করতে চাই। একটি সুখী সংসার, সন্তানের পরিকল্পনা তার। গত বছর জুলাই মাসে অনন্ত আম্বানির বিয়ের আসরে অনন্যা খুবই উৎফুল্ল ছিলেন।

যদিও সে সময় তার বিচ্ছেদ হয়েছে আদিত্য’র সঙ্গে। সেই বিবাহবাসরেই অনন্যাকে দেখা যায় ওয়াকার ব্লাঙ্কোর কাছাকাছি আসতে। আম্বানিদের কর্মী এবং প্রাক্তন মডেল ওয়াকারকে নিয়ে তারপরই শুরু হয় আলোচনা। নাচের সঙ্গী হিসেবে ওয়াকারকে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। এক সূত্র দাবি করে, অনন্যা কিছু লুকানোর চেষ্টাও করেননি। অনেকেই ওদের দেখেছেন রোমান্টিক গানে নাচতে।

এরপর অনন্যার জন্মদিনে সমাজমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে ওয়াকার লেখেন, তুমি খুবই বিশেষ! আমি তোমায় ভালোবাসি, অ্যানি! এবার নিজের ভবিষ্যতের কথা প্রকাশ করলেন অনন্যা। তবে শুধু বিয়ের কথা নয়, অনন্যা জানিয়েছেন তার অভিনয় জীবনের পরিকল্পনার বিষয়েও। তিনি বলেন, আমি সত্যিই নিজের কাজকেও সেরা জায়গায় দেখতে চাই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন