English

21 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
- Advertisement -

‘একসময় প্রচুর কাজ করেছি, এখন বিশেষ কাজ ছাড়া ইচ্ছে করে না’

- Advertisements -

নাসিম রুমি: বেশ কিছুদিন ধরেই শুটিং থেকে দূরে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি ফের ক্যামেরার মুখোমুখি হয়েছেন তিনি। গত তিন দিন ধরে আউটডোর শুটিংয়ে ব্যস্ত দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা।

এরই মধ্যে আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন চঞ্চল। সেখানে জানালেন, ঈদের একটি নাটকের কাজ করছেন। অভিনেতা বললেন, ‘ইদানি শুটিং খুবই কম করি, মাঝে মধ‍্যে।’

বৃন্দাবন দাসের লেখা, সকাল আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক। এক রিকশাচালকের প্রেমের করুণ পরিণতি গল্প এ ধারাবাহিকের পটভূমি। এই নাটকে চঞ্চলের সঙ্গে অভিনয় করার কথা ছিল তার প্রিয় বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশির।

সম্প্রতি তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। চঞ্চলের কথায়, ‘এই নাটকে শাহনাজ খুশির অভিনয়ের কথা ছিল। কিন্তু শুটিং শুরুর আগে দিনই দুর্ঘটনা। কপালে ১০টা সেলাই পড়েছে। চোখ মুখ ফুলে আছে এখনও। গত পরশু দেখতে গিয়েছিলাম। তিন দিন আউটডোরে শুটিং করছি। শনিবার আবার হয়তো দেখতে যাব।’

চঞ্চলের এখনও পর্যন্ত শেষ অভিনয় সম্ভবত সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’। মুক্তির অপেক্ষায় রেদওয়ান রনি পরিচালিত ‘ব্রিদ’। ছবিটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত।

এত দীর্ঘ অবসরের পেছনে কোনও বিশেষ কারণ রয়েছে? বাংলাদেশে শুটিংয়ের পরিবেশ কি আগের মতোই স্বাভাবিক? আনন্দবাজারের তরফ থেকে এমনই প্রশ্ন ছিল অভিনেতার কাছে।

চঞ্চল জানিয়েছেন, বাংলাদেশের বিনোদন দুনিয়ায় কাজের পরিস্থিতিতে মন্দা চলছে। ফলে আগের তুলনায় কম কাজ হচ্ছে।

কাজ কম করা প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, ‘একসময় প্রচুর কাজ করেছি। এখন বিশেষ কাজ ছাড়া করতেও ইচ্ছে করে না। শুধু শুধু কাজের সংখ্যা বাড়ানোর ইচ্ছে নেই। বুঝেশুনে এমন কাজ করতে চাই, যে কাজগুলো বহুদিন থেকে যাবে!’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

ক্রিকেটারের পুত্র মডেল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন