নাসিম রুমি: ঢালিউড সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা একসঙ্গে ধরা দিলেন। সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিতে এ দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা গেছে।
নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও। সেখানে দেখা যায়, কমলা রঙের শাড়ি পরে চুল খোপা করেছিলেন বুবলী।
অন্যদিকে হালকা সবুজ রংয়ের শাড়িতে চুল খোলা রেখে ক্যামেরায় পোজ দেন বর্ষা।
একসঙ্গে দুই অভিনেত্রীকে দেখতে অনেকটা বান্ধবীর মতো লাগছিল বলে মন্তব্য বেশিরভাগ নেটিজেনের। এমন ফটোশুট দেখে খুশি বর্ষা, বুবলী ভক্তরাও।
সিনেমাজগতে ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’-এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে তার বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল।
অন্যদিকে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে শবনম বুবলীর।