English

19 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

ঈদে বক্স অফিস দৌড়ে অজয়কে টেক্কা অক্ষয়ের

- Advertisements -

ঈদুল ফিতর উপলক্ষে বলিউডে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমা ‘ময়দান’ ও ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমারের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’।

সিনেমা দুটি মুক্তির আগে থেকেই আলোচানায় ছিল। তবে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে অক্ষয় কুমারের সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, প্রথম দিন থেকেই বক্স অফিসে মোটের উপর ভালোই আয় করছে সিনেমা দুটি। তবে ব্যবসায়িক হিসেবে অজয় দেবগনের ‘ময়দানকে’ ছাপিয়ে গিয়েছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’।

স্যাকনিল্ক ডটকম রিপোর্টের বরাত দিয়ে হিন্দুস্তান জানিয়েছে, সিনেমাটি প্রথম দিনই বক্স অফিসে ১৫ কোটি ৬২ লাখ রুপি আয় করেছে। অন্যদিকে, অজয় দেবগনের সিনেমা মাত্র ৭ কোটি ১০ টাকা আয় করেছে।

বিশ্লেষকদের মতে, সপ্তাহের মাঝখানে ছুটির দিনে মুক্তি হিসেবে আয়ের অঙ্কটা মন্দ নয়। ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ বক্স অফিস যাত্রার শুরুটা খুব ভালো যাচ্ছে।

গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমা দুটি। অমিত শর্মার নির্মাণে ‘ময়দান’ এর গল্পে উঠে এসেছে ভারতীয় ফুটবলের বিখ্যাত কোচ সৈয়দ আবদুল রহিমের কথা।

এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অজয় দেবগনকে। তার সঙ্গে আছেন রুদ্রনীল ঘোষ, আরিয়ান ভৌমিক, অমর্ত্য রায় প্রমুখ।

অন্যদিকে, আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় অক্ষয়ের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন টাইগার শ্রফ। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, মানসী চিল্লার, মনীষ চৌধুরানী প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন