নাসিম রুমি: ঈদের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে চমক হিসেবে একসঙ্গে থাকছে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈতকন্ঠের গান।
গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
এর আগে, হাবিব ও প্রীতম একসঙ্গে কাজ করলেও একসঙ্গে গান করেননি। বরাবরই নতুনদের সুযোগ দেন হাবিব ওয়াহিদ। শুধু কণ্ঠশিল্পীই নন, আড়ালে থাকা অনেক গীতিকারকেও তিনি সুযোগ দিয়েছেন। অন্যদিকে, বর্তমান দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত আয়োজক প্রীতম হাসান। বাউল ও লোক সংগীতের প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষণীয়। উল্লেখ্য, ২০১২ সালে প্রচারিত ইত্যাদির বরিশাল পর্বের মাধ্যমে প্রীতম হাসান প্রথম টিভি পর্দায় উপস্থিত হন।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করছে ফাগুন অডিও ভিশন।