English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

ঈদুল ফিতরে আসছে সিয়ামের ‘জংলি’

- Advertisements -

নাসিম রুমি: চোখ-মুখে আক্রোশের ছাপ। মুখ থেকে বের হয়ে আছে জিহ্বা। তাতে চুঁইয়ে পড়ছে রক্তজল! ভয়ঙ্কর রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন সিয়াম আহমেদ! এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি অভিনেতাকে।

গেল বছর বেশ ক’বার ঘোষণা এলেও মুক্তির মুখ দেখেনি সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’। তবে এবার চূড়ান্ত ঘোষণা দিলেন সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার একটি মোশন পোস্টার শেয়ার করে আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সিয়াম আহমেদ ও নির্মাতা এম রাহিম।

প্রকাশিত মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে বাজছে—‘জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/ শিকারি হইব শিকার, বইবে নদীর রক্তজল/ মহামারি যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস/ দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া!’

সিয়াম আগেই জানিয়েছেন, চরিত্রটি ফুটিয়ে তোলা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। প্রস্তুতির সময়ে ৭ মাস চুল-দাড়ি কাটেননি তিনি।

উল্লেখ্য, সিয়ামের সঙ্গে ‘জংলি’তে জুটি বেঁধেছেন শবনম ইয়াসমিন বুবলী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন