English

17 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

ইলিয়াস কাঞ্চনের দোয়া নিয়ে নায়ক আদরের সিনেমায় যাত্রা

- Advertisements -

রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজন করা হয় প্রেস মিট। সেখানে সিনেমার নায়ক আদর আজাদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

‘তালাশ’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ জুন। এ ছবি দিয়ে নায়ক হিসেবে এদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে আদর আজাদের।

তাকে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেন শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে মঞ্চে ছিলেন পরিচালক জাকির হোসেন রাজু , পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, ‘তালাশ’ সিনেমার পরিচালক সৈকত নাসির, ছবির নায়িকা শবনম ইয়াসমিন বুবলীসহ আরও অনেকে।

এসময় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের সিনেমার জন্য সবাই আজ একত্রিত হয়েছি। এখানে আছে আমাদের সিনেমা ‘তালাশ’র নায়ক আদর আজাদ। ওর জন্য সবাই দোয়া করবেন। সবাই শুভ কামনা জানাবেন।’

‘তালাশ’ সিনেমার পরিচালক সৈকত নাসির বলেন, ‘কত সৌভাগ্যবান আদর আজাদ এই রকমভাবে শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন স্যারসহ দেশের নামি দামি পরিচালকরা তাকে পরিচয় করে দিলেন। এটা সব শিল্পীর কপালে জুটে না। দোয়া করি যেন বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক হয় আদর।’

আদর আজাদ আবেগ মিশ্রিত কণ্ঠে বলেন, ‘জার্নিটা অনেক লম্বা। মিশ্র অনুভূতি কাজ করছে। ভয় আছে আবার ভালোও লাগছে। আবার এক্সাইটমেন্টও কাজ করছে। দর্শক কীভাবে নেবে তার জন্য একটা টেনশনও আছে। সব মিলিয়েই মিশ্র অনুভূতি কাজ করছে। আর সিনেমাটা মানুষ নানা কারণেই দেখবে। কেউ প্রেম করলেও সিনেমাটা দেখতে হবে, প্রেম না করলেও দর্শক সিনেমাটা দেখবে।’

শবনম বুবলী বলেন, ‘করোনায় অন্য সেক্টরের মতো আমাদের চলচ্চিত্রেও অনেক ক্ষতি হয়েছে। প্রেক্ষাগৃহ খোলার পর সেই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন প্রেক্ষাগৃহ মালিকরা। প্রেক্ষাগৃহ খোলার পর সেভাবে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দর্শক টানতে না পারলেও ঈদুল ফিতরের সিনেমা দিয়ে দর্শক আবারও প্রেক্ষাগৃহে ফিরেছেন। এটি আমাদের সিনেমার জন্য আশীর্বাদ।

এ ধারা অব্যাহত থাকলে বেশি দিন লাগবে না আমাদের সিনেমার ক্রান্তিকাল দূর হতে। তারই ধারাবাহিকতায় আমাদের জুটির প্রথম সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আমরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি। আশা করি, দর্শক নিরাশ হবে না।’

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন