English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ইমনের সঙ্গে গানে গানে নজর কাড়লেন সালওয়া

- Advertisements -

দীর্ঘদিন পরে আবারও প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় লক্ষ করা যাচ্ছে। প্রেক্ষাগৃহ মালিক ও প্রযোজকদের মুখে চওড়া হাসি ফুটেছে। অনেকেই মনে করছেন, বাংলা সিনেমার হাওয়া বদলে যাচ্ছে। একের পর এক সিনেমা মুক্তির ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনেকে বলছেন, বাংলা সিনেমার চাকা ঘুরতে শুরু করেছে। তবে এই যাত্রা অব্যাহত রাখতে সতর্ক থাকতে হবে।
পরপর ভালো সিনেমা মুক্তি না দিলে দর্শক আবার প্রেক্ষাগৃহবিমুখ হতে পারে। তাই তো সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ১৬ সেপ্টেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানার প্রথম সিনেমা ‘বীরত্ব’। এই সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে নতুন জুটির। ‘বীরত্ব’ সিনেমায় প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করবেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও নবাগতা নিশাত নাওয়ার সালওয়া।
সিনেমা মুক্তি সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে সদ্য মুক্তি পেয়েছে সিনেমাটির রোমান্টিক গান ‘ভালোবাসি বলা হয়ে যায়’। ভালোবাসি বলা হয়ে যায়/ মুগ্ধ হওয়া গল্প রয়ে যায়। সিনেমার পরিচালক সাইদুল ইসলাম রানার এমন কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা।

টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এটি। গানটিতে পুরোপুরি রোমান্টিক অবতরে হাজির হয়েছেন ইমন-সালওয়া। গানে তাদের রোমান্টিক প্রেমের দৃশ্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যও দারুণভাবে ফুটে উঠেছে। যার ফলে গানটি দর্শকেরা লুফে নিয়েছে। ইউটিউবে প্রকাশ পাওয়ার পর থেকেই সিনেমাপ্রেমীদের নজরে আসে গানটি।

নারী পাচার, মানব সম্পর্ক ও লম্বা জার্নির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বীরত্ব’। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো আইটেম গানে কোমর দুলিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

এতে ইমন-সালওয়া ছাড়াও আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বড়দা মিঠু, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া সহ আরো অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইদুল ইসলাম রানা নিজেই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন