রুশ আগ্রাসনে ইউক্রেন এখন বিধ্বস্ত। দেশটিকে নিয়ে একটি সিনেমা নির্মিত হয়েছে বলিউডে। নাম ‘লাভ ইন ইউক্রেন’। এটি পরিচালনা করেছেন মুম্বাইয়ের পরিচালক নীতিন কুমার গুপ্ত।
এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে নতুন নায়ক বিপিন কৌশিকের। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রাশিয়ান অভিনেত্রী লিজাবেতা। মূলত এক ভারতীয় ছাত্র ও এক রাশিয়ান মেয়ের প্রেমের গল্প নিয়ে ছবির গল্প এগিয়েছে। যুদ্ধ চলাকালীন তাদের সময় কেমন কেটেছে সেটাই সিনেমায় ফুটে উঠবে বলে জানিয়েছেন নির্মাতা।
এ সিনেমা প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘যুদ্ধের ফলে ইউক্রেনের অবস্থা এখন ভয়াবহ। তবে এ সিনেমায় ইউক্রেনের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে।’
সিনেমাটি ভারতের পাশাপাশি ইউক্রেনেও মুক্তি দেওয়া হবে। তবে ইউক্রেনীয়রা এ মুহূর্তে সিনেমা দেখার অবস্থায় আছে কিনা সেটা নিয়ে কিছু বলেননি তিনি। পরিচালক আরও জানিয়েছেন, সিনেমাটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শকরা। এটি আগামী ২৭ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।