নাসিম রুমি: ব্যক্তিগত ও পেশাগত সব দিক থেকে দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। একদিকে ছোট্ট রাহা আর রণবীর কাপুরকে নিয়ে তার সুখের সংসার। তিনি আবার এদিকে পেশাদার জীবনে একের পর এক চমক দিচ্ছেন। এখন সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে তার সহঅভিনেতা রণবীর কাপুর এবং ভিকি কৌশল।
আলিয়া এই সিনেমার জন্য ২০০ দিনের বেশি সময় দিয়েছেন। ভানসালি সিনেমাটির কাজ আসছে অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে চান। তবে আলিয়া ভক্তদের নতুন চমক দিতে যাচ্ছেন। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগ আশ্বিন ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছেন।
তিনি নতুন চলচ্চিত্র পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছেন আর সেই সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। তাই এ নায়িকাকে নিয়ে চলছে আলোচনা। ছবিটি নির্মিত হবে বিগ বাজেটে। এতে থাকবে অ্যাকশন ও ইফেক্টের ছড়াছড়ি। সিনেমাটিতে কাজ করা নিয়ে আলিয়া অত্যন্ত উচ্ছ্বসিত। ইতিমধ্যেই গল্প পড়েছেন তিনি। পছন্দও করেছেন এবং চুক্তিবদ্ধ হয়েছেন।
আলিয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ শেষ করে নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন। নভেম্বরে একটি অন্য সিনেমায় কাজের কথা আছে তার। এদিকে নাগ আশ্বিন তার সিনেমার কাজ নভেম্বর থেকেই শুরু করতে চান। কারণ তিনি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল বানাবেন। এর আগে তিনি নতুন সিনেমার সবরকম কাজ শেষ করতে চান।