নাসিম রুমি: পশ্চিমবঙ্গের আরজি করকাণ্ডের ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার এ ঘটনার রেশ পুরো ভারতে ছড়িয়ে পড়েছে। একে একে বলিউডের তারকারাও কলকাতার এ ঘটনার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।
কিন্তু বলিউড বাদশাহ শারুখান চুপ কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ অভিনেতার সুসম্পর্ক দীর্ঘদিনের। একটা সময় বাংলার প্রচার দূত ছিলেন কিং খান। যখন আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হন, সেই সময় বিজেপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন মমতাও। তাই হয়তো আরজি করকাণ্ডে তিনি নীরব ভূমিকা পালন করছেন। তবে সরব হয়েছেন শাহরুখকন্যা। বলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর মতো এবার মুখ খুললেন অভিনেত্রী সুহানা খান।
মৃতা চিকিৎসকের বিচারের দাবিতে আরও সরব হয়েছেন হৃতিক রোশন, আলিয়া ভাট, কারিনা কাপুর, প্রীতি জিনতা, রিচা চড্ডা ও টুইঙ্কল খান্না, আয়ুষ্মান খুরানা, সামান্থা রুথ প্রভুরা। যদিও বলিউডের তিন খানের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বলিউডের নতুন প্রজন্মের অভিনেতারা ইতোমধ্যে সরব হয়েছেন। সে তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। পিছিয়ে নেই শাহরুখকন্যা সুহানা খানও।
এবার রাজ্যে এমন এক ধর্ষণ ও খুনের ঘটনার পর সুহানা খান লেখেন, ‘আমরা আরও ভালো কিছুর যোগ্য। আমরা লড়াই চালিয়ে যাব। একজন নারীর সম্মানের অধিকার কেউ যেন লঙ্ঘন করতে না পারে।’