স্ট্রিমিংয়ের জগতে দীর্ঘ রাজত্বের পর বার বার ধাক্কা খাচ্ছে নেটফ্লিক্স। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রায় ১০ লাখ গ্রাহক হারিয়েছে তারা।
নেটফ্লিক্স ধারণা করেছিল, ২০ লাখের মতো গ্রাহক কমে যেতে পারে তাদের। তবে ততটা কমেনি। এতে স্বস্তি পেয়েছেন বিনিয়োগকারীরা। মঙ্গলবার নেটফ্লিক্স জানিয়েছে, গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তাদের গ্রাহক কমেছে ৯ লাখ ৭০ হাজার। মঙ্গলবার নেটফ্লিক্সের শেয়ারের দামও কিছুটা বেড়েছে বলে জানিয়েছে সিএনএন।
নেটফ্লিক্স ড্রামা ‘স্ট্রেঞ্জার থিংস’র নতুন মৌসুম বেশ জনপ্রিয়তা পেয়েছে। পূর্বাভাসের চেয়েও কম গ্রাহক কমার কারণ হিসেবে নেটফ্লিক্সের প্রধান নির্বাহী রিড হেস্টিংস বলেছেন, ‘যদি এর পেছনে একটা বিষয়ের কথা বলি তাহলে আমরা ‘স্ট্রেঞ্জার থিংস’র কথা বলতে পারি।’
নেটফ্লিক্স গত এপ্রিলে ২০১১ সালের পর প্রথম গ্রাহক কমে যাওয়ার কথা জানিয়েছিল। এরপরপরই শত শত কর্মী ছাঁটাই করেছিল নেটফ্লিক্স। তখন তাদের শেয়ারের দামেও ধস নেমেছিল।