English

28 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
- Advertisement -

আমি বুড়া হয়ে গেলাম, মা এখনো তরুণী: রুনা খান

- Advertisements -

মাকে ভালোবাসার জন্য বিশেষ দিনক্ষণের প্রয়োজন না থাকলেও সম্মান জানানোর জন্য বছরের এই দিন উদযাপন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে ভালোবাসার কথা ব্যক্ত করছেন তারকা সন্তানেরা। পাশাপাশি মায়ের সঙ্গে তোলা ছবি অনেকে প্রকাশ করছেন।

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। মা দিবস উপলক্ষে তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে মিশে আছে মায়ের সঙ্গে তার অজস্র মধুর স্মৃতি।

ছবি পোস্ট করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘মায়ের সাথে আমার বয়সের পার্থক্য কুড়ি বছর। প্রথম ছবিটা তোলা হয় আমি যখন ক্লাস সেভেনে পড়ি। সে সময় সবাই আমাদের দুজনকে দেখে বলতো তোমরা কি দুজন বোন?’

সময়ের সঙ্গে বয়স বাড়ছে রুনার মায়ের। কিন্তু তা মানতে নারাজ রুনা। তার মতে— ‘আমি বুড়া হয়ে গেলাম, মা এখনো তরুণী। বয়সের সাথে সাথে তার সৌন্দর্য-তারুণ্য বাড়ছে। ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মতো স্বশিক্ষিত মানুষ জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক-রুচিবোধসম্পন্ন-উদার-অপূর্ব সুন্দর মানুষ আম্মা। সুস্থ থাকো, এমনই সুন্দর থাকো, ভালোবাসা।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন