English

23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

‘আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম’

- Advertisements -

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর সেই ইস্যুতে এবার মুখ খুললেন মাহিয়া মাহি।

সোমবার ফেসবুক আইডিতে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করা মাহি।

ভিডিও’র ক্যাপশনে মাহি লিখেছেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা…।’

ভিডিও বার্তায় মাহি বলেন, আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি, আমি এখন হারাম শরীফে আছি মক্কাতে, সবাই নিশ্চয় জানেন যে আমি ওমরাহতে এসেছি, ওমরাহ পালন করতে এসেছি। এবং সেজন্যই আসলেই তেমন একটা ফোন কল রিসিভ করা সম্ভব হচ্ছে না, আমি তেমন একটা ফোন হাতে রাখছি না। ইবাদত করতে এসেছি-ইবাদতটা ঠিক মতো করতে চাই।

আমি যেটা বলার জন্য আসলে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মান বোধ কতটুকু-আসলে সেখানে আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি-আমার আল্লাহ জানেন। এবং আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আরও একবার আমি নিজের কাছে নিজে তো ছোট হয়েছি-দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম।

কিন্তু আপনারা নিজের থেকে একবার চিন্তা করে দেখবেন যে এই ভাষার প্রতিত্তোর অথবা এই ব্যবহারের প্রতিত্তোর আমার আসলে কি দেওয়া উচিত ছিল। আসলে কিছু বলার ভাষা আমার সেদিন ছিল না।

আমি সেজন্যই কোনো প্রতিবাদ সেদিন করিনি..নিজের মতো করে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া যায় সেভাবেই পাশ কাটিয়ে গিয়েছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন