‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্র্যাব)’ কতৃক আয়োজিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ‘ট্র্যাব’। সম্প্রতি রাজধানীর পাঁচতারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত হয়ে গেল এই পুরস্কারের ৩৪তম আসর। সিনেমা, গান, নাটক, ওটিটি, ফ্যাশন, সাংবাদিকতা আর বিজনেসে সফল ব্যক্তিদের সম্মানীত করা হয় এতে। এ বছর ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন মডেলিং’ ক্যাটাগরিতে পুরস্কার ওঠে মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলের হাতে।
পুরস্কার পেয়ে সংবাদকর্মীদের মুখোমুখি হন পিয়া। সেখানে বিভিন্ন প্রশ্নের সঙ্গে উঠে আসে রাজনৈতিক প্রশ্নও। পিয়া জানান, তিনি কখনোই রাজনীতিবিদ ছিলেন না। তবু মানুষ তাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলেছিল।পিয়া বলেন, ‘আমি পলিটিক্যাল কেউ না। একেবারেই আমি কখনো পলিটিকস করিনি। তার পরও আমাকে এমনভাবে পলিটিকসে মানুষ ঢুকিয়ে ফেলেছিল কারণ আমি সুমন ভাইয়ের সঙ্গে কাজ করেছিলাম বলে।’