নাসিম রুমি: দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। আগামী জানুয়ারিতে ‘সিতারে জামিন পার’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ে নামছেন তিনি।
আমিরের আগামী প্রযোজনার জন্য ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী ফাতিমা সানা। কমেডি ড্রামা ঘরানার এ সিনেমার নির্মান হবে। শোনা যাচ্ছে, বেশ কয়েকটি সিনেমার প্রযোজনায় যুক্ত হয়েছেন অভিনেতা আমির খান। এর মধ্যে একটিতে থাকছেন তার চর্চিত প্রেমিকা ফাতিমা সানা শেখ।
নির্মাতা অদ্বৈত চন্দনকেই পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নতুন প্রজেক্টে। এ মাসের শুরুর দিকেই অভিনেতাকে চিত্রনাট্য শোনানো হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন অদ্বৈত। চলতি বছরেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তার।
এরপর অদ্বৈত চন্দন এ চিত্রনাট্য তৈরি করেন, যা আমির ও ফাতিমা দুজনেরই খুব পছন্দ হয়েছে। পরিচালক নিত্যা মেহরার ওয়েব সিরিজের কাজ সেরেই নতুন সিনেমার কাজ শুরু করবেন ফাতিমা।
সম্প্রতি মুক্তি পেয়েছে ফাতিমা সানার ‘ধক ধক’ সিনেমা। আসছে ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে ‘স্যাম বাহাদুর’ সিনেমাতেও দেখা যাবে তাকে। এরপর ২০২৪ সালের মার্চে আসছে অনুরাগ বসুর পরিচালনায় ফাতিমা অভিনীত ‘মেট্রো… ইন দিনো’।