নাসিম রুমি: একই সঙ্গে বলিউডে পথ চলা শুরু করেছিলেন আমির খান এবং জুহি চাওলা। ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দুই তারকাকে। পর্দায় তাঁদের সম্পর্কের রসায়ন দর্শকের মনে ধরেছিল।
প্রথম ছবি হিট করার পর বলিপাড়ার ছবি নির্মাতারা বুঝে গিয়েছিলেন যে, দর্শক পর্দায় জুটি হিসাবে আমির এবং জুহিকে দেখার অপেক্ষায় দিন গুনছেন। তাই ১৯৮৮ সালে ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিটি মুক্তি পাওয়ার পর তাঁদের কাছে একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকে।
আমির এবং জুহির মধ্যে এমনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল যে বলিপাড়ার একাংশ দাবি করেছিলেন, দুই তারকা সম্পর্কে জড়িয়ে পড়েছেন। যদিও আমির এবং জুহি দু’জনেই এই কথা অস্বীকার করেন।
কিন্তু ছবির শুটিংয়ের সময়ই আমির এবং জুহির বন্ধুত্বে চিড় ধরে। ১৯৯৭ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইশক’ ছবিটি। এই ছবিতে আমির এবং জুহির পাশাপাশি অভিনয় করেছিলেন অজয় দেবগন এবং কাজল।
ইশক’ ছবির শুটিং চলাকালীন আমিরের সঙ্গে জুহির এমন অশান্তি বাধে যে নায়কের সঙ্গে সাত বছর কথাই বলেননি জুহি। অন্য দিকে, আমিরও এড়িয়ে চলতেন জুহিকে।