তবুও ছোটখাটো ভুল আমিও করেছি। ঠকেছি কিছু মানুষকে বিশ্বাস করে। তবে যে ক্ষতিটুকু হয়েছে তার পরিমাণ ছিলো স্বল্প। “আমার জন্য ক্ষতিকারক কোনো কিছুই আমার সাথে রাখি না” এই মন্ত্রবলে হয়তো স্বল্প ক্ষতি হতেই সরে গিয়েছি সেসব জায়গা থেকে। আমার ইগনোর করার ক্ষমতা প্রবল, আর এই ক্ষমতাই আমাকে শান্তিতে রাখে।
আজ একটি বছরের শেষ দিন। সব ভুল ফেলে দিয়ে সঠিকভাবে চলাই হোক সকলের মূলমন্ত্র। সকলের জীবন হোক পরিস্কার, পরিচ্ছন্ন।
বছরের শেষদিনের শুভেচ্ছা, শুভ সকাল
(ফেসবুক থেকে সংগৃহীত)