কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। আবারও বাংলাদেশে শুটিং করতে এসেছেন। জানা গেছে, গতকাল (২১ ডিসেম্বর) থেকে তিনি শুটিং করছেন। বিএফডিসির একটি শুটিং ফ্লোরে আজ শেষ হবে তার শুটিং। সিনেমাটি কলকাতার পরিচালক শিবরাম শর্মা নির্মাণ করছেন। সিনেমাটির নাম ‘সুনেত্রা সুন্দরম’।
এদিকে চলতি বছরের ২৩ মার্চ কলকাতায় শুটিং শুরু হয়েছিল ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটির। এর গল্প আবর্তিত হয়েছে এক নারী স্কলারকে নিয়ে। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। ফলে তার প্রস্রাবের প্রয়োজন হয় ঘন ঘন। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না। সমস্যা হয় তখন, যখন অনেক জায়গায় ওয়াশরুম পাওয়া যায় না। এমন একটি সামাজিক অবস্থা নিয়ে এগিয়ে যায় সিনেমা। সিনেমায় সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন পার্ণো মিত্র। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে। আরও আছেন রূপাঞ্জনা মিত্রসহ বাংলাদেশি শিল্পী চুমকি ও নাদিয়া।