বিরতির পর কিছুদিন আগেই কাজে ফিরেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী লারা লোটাস। একক নাটকের পাশাপাশি কাজ করছেন ধারাবাহিক নাটকেও। শুধু তাই না, অতিথি হয়ে হাজির হচ্ছেন বিভিন্ন টিভি অনুষ্ঠানেও। মোট কথায়, মিডিয়াতে এখন দারুণ ব্যস্ত লারা লোটাস। অথচ বছরখানেক আগেও কাজ শূন্য ছিলেন তিনি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানের মুখোমুখি হয়ে তিনি জানান, কাজ না পাওয়ার কষ্ট ও কাছের মানুষদের অবহেলার কারণে একটা সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। শুধু তাই না, অনেক প্রযোজক, নির্মাতা ও অভিনেতার কাছ থেকেও পেয়েছেন কুপ্রস্তাব।
লারা লোটাস বলেন, ‘একটা সময় অনেক কাজের প্রস্তাব আসত। কিন্তু চূড়ান্ত মিটিংয়ে গিয়ে কাজটি হতো না। আবার এমনও হয়েছে সব কিছুই চূড়ান্ত তারপরও কাজটি করা হয়নি আমার। কারণ অনেকেই প্রস্তাব দিত কাছাকাছি আসার বা তার সঙ্গে ফ্রি হওয়ার। একই অফার নাটকের হিরোদের থেকেও পেয়েছি। তবে সবাই না। যারা এসব প্রস্তাব দিতেন না, আমি তাদের সঙ্গেই কাজ করতাম।’
আত্মহত্যা প্রসঙ্গটি টেনে তিনি বলেন, ‘এসব প্রস্তাবের কারণে আমার কাছ থেকে অনেক কাজে ছুটে যায়। কাজ না থাকার কারণে একটা সময় ঘরে শুয়ে-বসে দিন কাটিয়েছি। তখন নিজের মধ্যে হাতাশা তৈরি হয়। সেসময় চেয়েছিলাম আত্মহত্যা করতে। পরে পরিবার ও আপন মানুষের কারণে সেই ভাবনা চিন্তা মন থেকে দূর হয়।’