নাসিম রুমি: ইদানিং বাংলাদেশে বিদেশি শিল্পীদের কনসার্ট মানেই যেন নৈরাজ্যের গল্প। আয়োজক প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ সময়ই সুন্দরভাবে কনসার্ট আয়োজন করতে ব্যর্থ হচ্ছে। চড়া মূল্যে টিকিট কিনে প্রিয় শিল্পীদের দেখতে, তাদের গান শুনতে চাওয়া সাধারণ সংগীতপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে হতাশা বাড়ছে।
শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করে গেছেন পাকিস্তানের প্রখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম। উপমহাদেশের জনপ্রিয় এই গায়কের গান সরাসরি উপভোগ করতে ভক্ত-শ্রোতাদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছিল।
কিন্তু সে কনসার্ট শান্তিতে উপভোগের বদলে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন সংগীতপ্রেমীরা। আর সেই হতাশার মূলে ‘যথারীতি’ আয়োজকদের চরম অব্যবস্থাপনা। বিদ্যুৎ-বিভ্রাট, কনসার্টস্থলে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষের উপস্থিতি আর ভেন্যুর ফটকে হয়রানি তো ছিলই। অভিযোগ রয়েছে, কেউ কেউ টিকিট কেটেও ভেন্যুতে প্রবেশ করতে পারেননি।
এছাড়া কনসার্টকে কেন্দ্র করে উত্তরা থেকে মহাখালী পর্যন্ত সড়কে তীব্র ট্রাফিক জ্যামে নগরবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে দেখা যায়।
এসব নিয়ে নেটিজেনরা সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। আর সেসব নেতিবাচক মন্তব্য নজরে আসার পর গৎবাঁধা মন্তব্য করে দায় সেরেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন। সংস্থাটির পক্ষ থেকে আরিফা শবনম শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দেশের একটি গণমাধ্যমকে বলেছেন, ‘এত বড় আয়োজনে কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা ইতিমধ্যে ত্রুটিগুলোর প্রতি দৃষ্টি দিয়েছি, যাতে ভবিষ্যতে আরও দারুণ এবং স্মরণীয় কনসার্ট দর্শকদের উপহার দিতে পারি।’
প্রসঙ্গত, এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করেছেন আতিফ আসলাম। শুক্রবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে আতিফের পাশাপাশি পারফর্ম করেন আরেক পাকিস্তানি শিল্পী আবদুল হান্নানও।