English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

আচমকাই অমিতাভের সঙ্গে দেখা করতে জলসায় ঐশ্বর্য-আরাধ্যা

- Advertisements -

নাসিম রুমি: আগেই বলিউডে রটে গিয়েছিল অভিষেকের সঙ্গে অশান্তির কারণে মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্য নাকি অমিতাভের বাড়ি জলসা ছেড়েছেন। শোনা গিয়েছিল, ঐশ্বর্য নাকি তাঁর মায়ের বাড়িতে রয়েছেন। এমনকী, গুঞ্জনে এসেছিল তিনি নাকি দুবাইয়ে বাংলোও কিনেছেন। এসব গুঞ্জনে যখন মত্ত বলিউড, ঠিক তখনই সোশাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যেখানে দেখা গেল ঐশ্বর্য ও আরাধ্য়া জলসায় ঢুকছেন। ঘনিষ্ঠসূত্রে খবর, কোনও বিশেষ বিষয় নিয়েই নাকি আলোচনা করতে জলসায় হাজির হয়েছেন ঐশ্বর্য। সূত্রের খবর অনুযায়ী, জয়া বচ্চন বাড়িতে না থাকার কারণেই অমিতাভের সঙ্গে গতকাল একান্তে দেখা করতে এসেছেন তিনি। প্রায় চার ঘন্টা অবস্থান করেছিলেন। এসময় অভিষেক বাচ্চান বাসায় ছিলেননা।

দেশের ভাবা২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বনিবনা নেই। এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে। কিন্তু বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা গত বছরের দিওয়ালির পর থেকে আরও জোরাল হয়।

সেই সময় একদিকে যখন বচ্চন পরিবারের পুজোর আয়োজন হচ্ছিল, অন্যদিকে মেয়েকে নিয়ে মুম্বই ছাড়তে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে। এই ঘটনার কিছুদিন পরই খবর মেলে, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। এতেই বচ্চন পরিবারে অশান্তির রটনা রটতে থাকে। বিয়ের আংটি খুলে ফেলেছেন ঐশ্বর্য, এমন কথাও শোনা যায়।

নিন্দুকরা বলেন, সম্পত্তির ভাগাভাগির জন্যই নাকি চটেছেন ঐশ্বর্য। তাহলে কী ঐশ্বর্যকে খুশি করতেই নতুন জমি কিনলেন অমিতাভ? এসব বিষয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন বচ্চন পরিবার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন