English

20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

আগুনে পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি

- Advertisements -
মার্কিন অভিনেত্রী ও সুপারমডেল কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও সে সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। শুটিংয়ের কাজে এখন লন্ডনে রয়েছেন কারা। তবে অভিনেত্রীর প্রিয় বাড়িটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলেসে এই মারাত্মক ঘটনাটি ঘটেছে। মাঝরাতেই আগুন লাগে কারা ডেলেভিনের বাড়িতে। ১৩টি ইঞ্জিনসহ ৯৪ জন দমকল কর্মী সেখানে এসে পৌঁছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতর আহত হন দুজন দমকল কর্মী।
তাঁদের জরুরি ভিত্তিতে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুল্যান্স এসে পৌঁছয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ২০১৯ সালে এই বিলাসবহুল বাংলোটি কিনেছিলেন অভিনেত্রী কারা ডেলেভিনে।
বাড়িটির আনুমানিক মূল্য সাত মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের হিসাবে প্রায় ৭৭ কোটি টাকা। বিলাসবহুল এই বাংলোতে পুল, ট্রাম্পোলিনসহ আরো অনেক অভিজাত ব্যবস্থা রয়েছে। আট হাজার স্কয়ার ফিটের বাংলোটির পেছনের একটি ঘর থেকেই আগুন দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে। এরপর প্রতিবেশীরাই দমকল বাহিনীকে খবর দেয়। দুই ঘণ্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে।
আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। পুলিশের ভাষ্যমতে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একের পর এক দমকল আসছে। একটি পোস্টে সকলকে ধন্যবাদ জানিয়ে কারা লেখেন, ‘আমি সকল দমকল কর্মী ও সেই সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এ ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন।’ অন্য একটি পোস্টে দুটি পোষ্যর (বিড়াল) ছবি শেয়ার করে জানিয়েছেন, ‘ওরা ভালো আছে। দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।’

 

৩১ বছর বয়সী কারা ডেলেভিনে মডেল হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত। ২০১০ সালের শুরুতে ফ্যাশন মডেল হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন কারা। এরপর অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে ‘সুইসাইড গেম’-এ অভিনয় করেন। ২০২২ সালে ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ এবং ২০২৩ সালে ‘এ আমেরিকান হরর স্টোরি’তে কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন