ব্যক্তিগত ও পেশাগত জীবনের কোনো খবরই বাদ রাখেন না টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সব রকমের মুহূর্তই সামাজিকমাধ্যমে ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এবার এ অভিনেত্রী দিলেন নিজের অসুস্থতার খবর। জানালেন আগামী সপ্তাহে তার অপারেশন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, অসুস্থতার খবর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন স্বস্তিকা।
স্বস্তিকা রক্ত পরীক্ষা করিয়েছে। দীর্ঘদিন ধরে যে ব্যক্তি রক্ত পরীক্ষা করাতে আসেন, তার সঙ্গে একটি ছবি তুলেছেন অভিনেত্রী। স্বস্তিকার হাতে ফুলের রাখি। অভিনেত্রী লিখেছেন, ‘রক্ত পরীক্ষার জন্য রক্ত নিতে আসা একজন মানুষের সঙ্গে কেমন রক্তের সম্পর্ক হয়ে যায় আমাদের। কত স্নেহ, মায়া, ভালোবাসা মিশে থাকে সেখানে।’
ওই পোস্টে অপারেশনের খবর উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমার সামনের সপ্তাহে একটা অপারেশন হবে। তাই আজ রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে।’
তবে কিসের অপারেশন বা তার অসুস্থতা নিয়ে ওই পোস্টে স্বস্তিকা স্পষ্ট করেননি। ঘনিষ্ঠ মহলের খবর, স্ত্রীরোগ জনিত সমস্যার কারণে শরীরে অস্ত্রোপচার প্রয়োজন স্বস্তিকার।
উল্লেখ্য, তার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘শিবপুর’। প্রেক্ষাগৃহে সেরকম সাড়া না পেলেও অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।